সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুই বলে দুই উইকেট হারালো ঢাকা, দেখুন সর্বশেষ লাইভ স্কোর

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই আসরে দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করতে নামা ঢাকার সংগ্রহ ১১.৩ ওভারে ৪ উইকেটে ১৩ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে ০ রান করে ফিরে গেছেন সাকিব।

এর আগে রাজশাহী কিংসকে বড় ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হেরে যায় খুলনা।

 

ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরকে সামনে রেখে চলছে বিপিএলের জমজমাট লড়াই। আজ মঙ্গলবার মজাদার বিপিএল ম্যাচে রয়েছে চারটি দলের খেলা। বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটানস। আর দিনের দ্বিতীয় খেলায় বিকেল পাঁচটা ২০ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর