মাহমুদউল্লাহদের বিশাল টার্গেট দিলো ঢাকা ডাইনামাইটস
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে মিডউইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কার মারে আসরের নিজের দ্বিতীয় ফিফটি পূরণ করেন জাজাই। সে ছক্কার মারেই দলীয় শতকও পূরণ হয় ঢাকার। কিন্তু ফিফটির পর আর বেশিদূর যেতে পারেননি তিনি।
ইনিংসের ১২তম ওভারে তুরুপের তাস হিসাবে অনিয়মিত স্পিনার পল স্টার্লিংয়ের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। কাজে লেগে যায় সে চাল। ওভারের দ্বিতীয় বলেই জাজাইকে সাজঘরে পাঠিয়ে দেন স্টার্লিং। আউট হওয়ার আগে ৩৬ বলে ৫৭ রান করেছেন জাজাই।
এরপর রাসেল-পোলার্ডের বিধ্বংসী জুটিতে ২০ ওভার শেষে ১৯২ রানের লক্ষ্য পায় ঢাকা। জয়ের জন্য খুলনার টার্গেট ১৯৩ রান।
পোলার্ড ২৫ ও রাসেল ২৭ রান করে আউট হয়েছেন। এছাড়া রনি তালুকদার করেছেন ২৮ রান। খুলনার হয়ে ওয়াইশ ২টি উইকেট নিয়েছেন।
ঢাকা ডায়নামাইটসের একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারিন, কিরন পোলার্ড, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন এবং মোহর শেখ অন্তর।
খুলনা টাইটানসের একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জহুরুল ইসলাম, শরীফুল হক, তাইজুল ইসলাম, ডেভিড উইসে, জহির খান এবং আলি খান।
