শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার বর্ণাঢ্য বনভোজন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার


 
অসংখ্য মানিকগঞ্জবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা ইনক্ এর বনভোজন ও মিলনমেলা। গত  ২৭ শে জুলাই লং আইল্যান্ডের সানকেন মেডো স্টেট পার্কে ছিল এই মিলনমেলা ও আনন্দ উৎসব। সকাল থেকেই বনভোজনস্থলে অতিথিদের আগমন শুরু হয়ে এবং দুপুরের মধ্যেই তা জনসমুদ্রে পরিণত হয়। সকালের নাস্তা পরিবেশনের পর পরই প্রধান উপদেষ্টা মোঃ তৈয়বুর রহমান হারুন ও বনভোজন কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম এর নেতেৃত্বে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি জিকরুল আমিন জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিয়া, প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক নাজমা নাজনীন ও আবু সুফিয়ান সহ সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দগণ। উদ্বোধনের পূর্ব মুহুর্তে কোরআন থেকে তেলোয়াত ও উপদেষ্টা মোঃ তৈয়বুর রহমান হারুন, আহ্বায়ক মোঃ মোসলেহ উদ্দিন খান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন কমিটির ডাকে সাড়া দিয়ে বনভোজন  ২০২৫ কে সাফল্য অর্জন ও সহযোগিতা করার জন্য প্রবাসী মানিকগঞ্জবাসী সকল অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনের পরপরই ছোট বড়দের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এই পর্বটি পরিচালনা করেন সজিব আহমেদ ও মোঃ জসিম উদ্দিন।
দুপুরে পরিবেশন করা হয় সুস্বাধু খলিল ফুডের সরবরাহকৃত মজাদার খাবার ও সে সাথে মিষ্টান্ন। আয়োজনে আরও ছিল তরমুজ ও জালমুড়ি। এর দায়িত্বে ছিলেন যুগ্ম আহ্বায়ক নাজমা নাজনীন ও অন্যান্য সহযোগীরা। দুপুরের খাবেরর পর শুরু হয় প্রধান আকর্ষন মহিলাদের পিলু পাসিং খেলা এতে প্রায় দুই শতাধিক মহিলা অংশ নেন। বিকালে শুরু হয় অতিথিদের বক্তব্যের পালা। প্রধান অতিথি গিয়াস আহমেদ ও অন্যান্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলী, আক্তার বাবুল, ফখরুল আলম, ফখরুল ইসলাম দেলোয়ার মোঃ বেলাল চৌধুরী, রাফাত হোসেন, রাব্বি সৈয়দ, সাঈদ তারেক, ফরিদ আলম ও অন্যান্য অতিথিবৃন্দগণ।  অতিথিদের বক্তব্য প্রদানের পরপরই শুরু হয় র‌্যাফেল ড্র, এতে ছিল মোট ১৭টি আকর্ষনীয় পুরুস্কার তার মধ্যে প্রথম পুরুস্কার ছিল নিউয়র্ক ঢাকা এয়ার টিকেট ও ২য় পুরুস্কারটি ছিল স্বর্নালংকার সেট এর স্পন্সর ছিলেন মানিকগঞ্জ সমিতির সাবেক সভাপতি ও ইউনাইটেড অটো রিপায়ারিং এর সিইও আব্দুস সালাম আযম। বনভোজনকে সার্থক ও সাফল্যের অংশ হিসেবে যাদের আবদান ছিল স্বরণীয় তারা হলেন মোঃ আবু সুফিয়ান, এবিএম মাহবুব আলম, সামিউল করিম আলমগীর, সজিব আহমেদ, সাইদুর রহমান সানা, মুক্তিযোদ্ধা ফারুক খসরু ও আবু কায়সার চিশতি, মনিউর রহমান জাহাঙ্গীর, জাহিদ ইসলাম, খন্দকার এফ করিম, লিলি আক্তার,শাহনাজ পারভিন রিতা, ইমরান জিহাদী, ডঃ ফয়সল খান প্রমূখ।