শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

বাফেলো সিটিতে মেয়র নির্বাচন এডভাইজরি বোর্ডের চেয়ারম্যান পারভেজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪০ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার


 
 
বাফেলো সিটির মেয়র ইলেকশনে রিপাবলিকান পার্টির ইলেকশন এ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ফখরুল ইসলাম পারভেজ। গত মঙ্গলবার রিপাবলিকান পার্টির দলীয় সভায় পারভেজকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। আগামী ৪ নভেম্বর মেয়র নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জেমস গার্ডনার। ইলেকশন এ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এবারই কোন বাংলাদেশী দায়িত্ব পালন করবেন। পারভেজের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়।

পারভেজ আজকালকে বলেন, দীর্ঘদিন বাফেলো ডেমোক্রেট দলীয় মেয়র নির্বাচিত হয়ে আসছে। তবে এবার নির্বাচনে রিপাবলিকান মেয়র প্রার্থী  জেমস গার্ডনার জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী রিপাবলিকান দল। ডেমোক্রেট প্রার্থী শন রায়ানও প্রথমবার মেয়র হিসেবে নির্বাচনে লড়ছেন। ডেমোক্রেট দলীয় সমর্থন বেশী হলেও রিপাবলিকানরা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ব্রায়াউন ব্রাউন পর পর ৪ বার মেয়র হিসেবে দায়িত্ব পালন করলেও বাফেলোকে এখনো নিরাপদ নগরীতে পরিনত করতে পারেননি। বাফেলোকে নিরাপদ ও উন্নত নাগরীর বাস্তবায়নের জন্য এবার রিপাবলিকান পার্টির মনোনীত মেয়রকে বিজয়ী করার জন্য বাংলাদেশী ভোটারদের কাজ করা আহবান জানান তিনি।