বাংলাদেশ সোসাইটির উদ্যোগে স্মল বিজনেস বিষয়ক সেমিনার
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৬ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে গত ২৮ জুলাই সোমবার বিকেলে স্মল বিজনেস সার্ভিসেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এলমহার্স্টস্থ বাংলাদেশ সোসাইটির নিজস্ব ভবনে। আয়োজিত এই কর্মশালায় নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। মুলতঃ ক্ষুদ্র ব্যবসারে প্রসার নিউইয়র্ক সিটির সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশ সোসাইটি এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ‘স্মল বিজনেস সার্ভিস’ শিরোনামে এই কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছে নিউইয়র্ক সিটি মেয়রের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিট এবং ক্যারিয়ার বিজনেস নেবারহুডস।
এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীরা মূলধারার ব্যবসায়ে কীভাবে সম্পৃক্ত হওয়া যায়, তা জানার সুযোগ পেয়েছেন। বিশেষ করে সিটির অনেক সাপ্লাইয়ের কাজ আছে, যেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট খাবার সাপ্লাই দিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, নারী উন্নয়নে মূলধারায় অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে সিটির বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ নিতে পারেন নারীরা। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানিয়েছেন, ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।