শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

৪ আগষ্ট জামাইকা ফ্রেন্ডস সোসাইটির বারবিকিউ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৫ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার


প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেএফএস)-এর ২৫ বছর পূর্তী পালনে সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী অক্টোবর মাসের সুবিধাজনক সময়ে দু’দিনব্যাপী সংগঠনের ‘২৫ বছরপূর্তী’ অনুষ্ঠান আয়োজন করা হবে।


এদিকে সংগঠনের ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’ আগামী ৪ আগষ্ট সোমবার কুইন্সের কার্নিংহাম পার্কে অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যাক টু স্কুল কর্মসূচীর আয়োজন করা হবে আগামী ২২ আগষ্ট শুক্রবার। অপরদিকে সংগঠনের সার্থে সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে জেএফএস’র উপদেষ্টা মনোনীত করা হয়েছে। 

জেএফএস’র সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী জানান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। একটি সামাজিক সংগঠনের ২৫ বছর পূর্তী গৌরবেরও বিষয়। আমরা সবার অংশগ্রহনে জাঁকজমকভাবে ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী উদযাপনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছি। চলছে নানা প্রস্তুতি। আর সামার মৌসুম উপলক্ষে আয়োজন করা হচ্ছে বারবিকিউ পার্টির। আগামী ৪ আগষ্ট সোমবার কুইন্সের কার্নিংহাম পার্কে অনুষ্ঠিত হবে। এদিন অপরাহ্ন ৩টা থেকে বিকেল ৬টা পর‌্যন্ত এই পার্টি চলবে।

তিনি আরো জানান, ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’ সফল করতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি-কে আহ্বায়ক ও কার‌্যকরী সদস্য নওশাদ হায়দার-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সোসাইটির ২৫ বছর পূর্তি পালন আয়োজক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি বিলাল চৌধুরী এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন সাবেক সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ।