শনিবার   ০২ আগস্ট ২০২৫   শ্রাবণ ১৮ ১৪৩২   ০৭ সফর ১৪৪৭

শিল্পী মানিকের জন্য দোয়া অনুষ্ঠান

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৪ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

 

 
 
বাংলাদেশের সিনিয়র মিউজিশিয়ান ড্রামার মানিক আহমদের সুস্থতা কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার সহ-শিল্পীরা। গতকাল বুধবার কুইন্স প্যালেসে সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাফিলে নিউইয়র্কের বসবাসরত বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক প্রবাসী বিভিন্ন পর্যায়ের শিল্পীরা এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীর যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ূম। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় মিয়া মোহাম্মদ দুলাল ও সোনিয়া সিরাজী। এ সময় অসুস্থা ও অসহায় মানিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ফান্ড রাইজিং করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগীত শিল্পী নকীব খান, বিপ্লব, রানো নেওয়াজ, কালা মিয়া, জুলফিকার রাসেল, টিনা রাসেল, শাহনাজ বেলী, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, পলি শায়ন্তনি, সেলিম ইব্রাহিম, রন্টি দাশ, আফতাব জনি,  কৃষা তিতি, নাজু আখন্দ, রিয়া রহমান, মরিয়ম মারিয়া, চন্দ্রা রায়, ত্রিনিয়া হাসান, কাজল নিপা জামান, জুয়েলসহ প্রবাসী শিল্পীরা।
দোয়া অনুষ্ঠানে কমিউনিটি ব্যাক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন, শাকিল মিয়া, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, আহসান হাবীব, ফাওজিয়া আরিনা, খায়রুল ইসলাম খোকন, নিহার সিদ্দিকী, ওলিভ আহমদ, বদরুদ্দোজা সাগর, তুষার পিক, আনোয়ার, অনিক রাজসহ অনেকে। যন্ত্র শিল্পীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, রিপন আহমদ, সাইদুজ্জামান রিড, তুষার রঞ্জন দত্ত, সাইদ আহমদ, সৌরভ দাশ, মিথুন, শরিফ রাজ (জ্যাজি) সহ অনেকে। আয়োজকরা জ্যাকসন হাইটস এলাকাবাসী ও সাউন্ড গিয়ারের কর্নধার স্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।