অভিষেক ১৯ আগষ্ট মঙ্গলবার
লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের শপথ অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৭ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

নিউইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উড সাইডের গুলশান টেরেসেতে। সভার শুরুতে- সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন দুর্ঘটনায় হতাহত এবং এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে মোনাজাত করা হয়।
নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদেও শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এটর্নী মঈন চৌধুরী । এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহিম হাওলাদার, রানো নেওয়াজ ও রেজা রশীদও উপস্থিত ছিলেন। শপথের পর নতুন সভাপতি জে.এফ. এম. রাসেল সবাইকে ধন্যবাদ দিয়ে কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন এবং নতুন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার অনুষ্ঠান পরিচালনা করেন ।
নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫- ২০২৬ সালের অভিষেক অনুষ্ঠান আগামী ১৯ আগস্ট ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের দি রয়েল পাম হল রুমে।
এ অনুষ্ঠানের আহবায়ক মনোনীত হয়েছেন লায়ন নুরুল আজিম, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহনেওয়াজ। মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন এসএম উদ্দিন পিন্টু। নতুন কমিটির কর্মকর্তাদেরকে পিন উপহার দেন লায়ন আহসান হাবিব ।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শাহ নেওয়াজ, রকি আলিয়ান, এসএম আলম, মোহাম্মদ সাইয়িদ ও মাসুদ রানা তপন।