সামরিক বিমানে ৩৯ বাংলাদেশি ডিপোর্ট
হাসান মাহমুদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৯ এএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্র থেকে ৩৯ প্রবাসি বাংলাদেশিকে (কাগজপত্রহীন/অবৈধ) ডিপোর্ট করা হলো। নিউইয়র্ক, নিউজার্সি, বোস্টন সহ বাংলাদেশিরা বসবাস করেন এমন কয়েকটি স্টেট থেকে তাদেরকে গ্রেফতার করে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃপক্ষ। ইউএস এয়ারফোর্সের ‘গ্লোব মাস্টার’ হিসেবে পরিচিত সামরিক বিমান সি-১৭ যোগে প্রথমে ৬১ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার একটি তালিকা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। তবে চূড়ান্তভাবে ডিপোর্টের সময় ৩৯ জন নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার ৩১ আগষ্ট সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বেইস থেকে উড্ডয়ন করেছে। এই রিপোর্ট লেখার সময় বিমানটি বাংলাদেশের পথে রয়েছে বলে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এই প্রতিবেদককে ফোনে জানিয়েছেন। ২ আগস্ট শনিবার সকাল ৬.৪৫ মিনিটে আটক বাংলাদেশিদের বহনকারী সি-১৭ সামরিক বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে দূতাবাসের ওই কর্মকর্তা ‘আজকাল’কে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইস কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে তালিকা দেয়া হয়েছে ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক বিমানটি ল্যান্ড করার পর যাতে তাদের ইমিগ্রেশন যথাযথভাবে হয় তার ব্যবস্থা করার জন্য। তাদের ট্র্যাভেল ডকুমেন্ট বা টিডি আপডেট করা হয়েছে।’ এই ফ্লাইটে কোন পরিবার বা নারীরা রয়েছেন কি-না এমন এক প্রশ্নের উত্তরে তিনি সবকিছু নিশ্চিত হয়ে জানান, ‘৩৯ জন বাংলাদেশির মধ্যে একজন নারী রয়েছেন। বাকী সবাই সিঙ্গেল পুরুষ। তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সম্প্রতি তারা বিভিন্ন কারণে আইস কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন’। তিনি জানান, ‘সামরিক বেইস থেকে এ ধরনের বিমান ছেড়ে যাবার সময় ওই দেশের দূতাবাসের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকার কোন নিয়ম নেই’। এবার আটককৃত কয়েকজনের ট্রাভেল ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন বাংলাদেশিরা হলেন- আশরাফুল ইসলাম সুমন, আবু সাঈদ এবং মো. ইব্রাহিম খলিল বলে জানা যায়।
ওয়াশিংটনে দায়িত্বরত কর্মকর্তা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কন্সোলার) ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে ফোনে জানান, ‘আটক ৩৯ জনকে নিয়ে ফ্লাইটটি ২ আগস্ট শনিবার সকালে ঢাকায় অবতরণ করার সিডিউল রয়েছে। এর বেশি কিছু আর আমি বলতে পারছি না’।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে গত ফেব্রুয়ারিতে সি-১৭ সামরিক বিমানে করে ১০৪ জনকে ডিপোর্ট করা হয়েছিল। তাদেরকে বিমানে উঠাবার আগে পায়ে শিকল এবং হ্যান্ডকাপ লাগানো ছিল। সামরিক বিমানে পরিবহন করার আগে এমনভাবেই তাদের রাখার বিধান বলে জানা যায়।
এর আগে গত ২৭ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে ১৩ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ২৭ মে একজন, ২ জুন একজন, ৬ জুন একজন, ১৭ জুন একজন, ১৮ জুন দুইজন, ১৯ জুন একজন, ২০শে জুন দুইজন, ৭ জুলাই একজন এবং ১৮ জুলাই একজনকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ডিপোর্ট করা হয়েছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, এ ধরনের সামরিক বিমানে প্রতি ঘন্টায় খরচ হয় ২৮ হাজার ডলার। যুক্তরাষ্ট্র সরকারের আইস পুলিশের হাতে বাকী আটকদের ভিন্ন কোন ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।