শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

যেভাবে সাবান ছাড়াই ধুতে হবে শীতবস্ত্র, থাকবে যত্নে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

শীত এলে তুলে রাখা গরম কাপড়, উল, পশম, কাশ্মীরি শাল ইত্যাদি আলমারি থেকে বের করা হয়। কিন্তু এক বছর ব্যবহার না করা কাপড়গুলোর বিশেষ যত্ন যে প্রয়োজন, সে কথা কার না জানা। আবার শীতে এসব গরম কাপড় তো ব্যবহার হয় প্রতিদিন। সব মিলিয়ে যত্নের কথা ভাবতেই হবে।

কাপড়ের যত্ন মানেই প্রথমে ধোয়া, এরপর রোদে শুকানো আর সবশেষে হালকা ইস্ত্রি করে কাপড়ের মধ্যে ন্যাপথলিন রেখে গুছিয়ে রাখা। কেমন হয় যদি গরম কাপড়গুলো ধোয়ার ক্ষেত্রে ডিটারজেন্টের ব্যবহার না হয় একেবারেই। অবাক লাগছে নিশ্চয়ই? কাপড় ধোয়া হবে অথচ ব্যবহার হবে না সাবান, অবাক তো হওয়ারই কথা। সত্যিই তাই, ঘরে থাকা উপাদানেই ধুয়ে ফেলা সম্ভব উলের মতো গরম কাপড়। অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট কাপড় পরিষ্কার করে ঠিকই, কিন্তু হাতের ত্বক নষ্ট করে ফেলে যেমন, তেমনি দূষিত করে পরিবেশও।

শীতের দিনে প্রতিদিন ব্যবহারের মোটা কাপড়গুলো এবার থেকে ধুয়ে নিন কয়েক ফোঁটা ভিনেগার মেশানো পানিতে। ঠাণ্ডা পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে সে পানিতে কাপড় ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। ২০ থেকে ৩০ মিনিট পর কাপড় তুলে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। কাপড়ের ময়লা দূর হবে সঙ্গে কাপড়ের গায়ে লেগে থাকা জীবাণুও মারা যাবে।

 

ধোয়া হয়ে গেলে তোয়ালে দিয়ে চেপে পানি ঝরিয়ে রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে হালকা তাপে ইস্ত্রি করে ব্যবহার করতে পারবেন আবার।