সোমবার   ২৮ জুলাই ২০২৫   শ্রাবণ ১২ ১৪৩২   ০২ সফর ১৪৪৭

সেই পুরোনো ‘কালপ্রিটরাই’ আবার প্রশাসনে ফিরে এসেছে: সারজিস

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৮ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যাদের বিরুদ্ধে একদিন আমরা রাস্তায় নেমেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে তারাই আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিস্টেমে ফিরে এসেছেন।’ রোববার (২৭ জুলাই) বিকেলে শেরপুরের থানা মোড় এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি সিস্টেম একসময় ধান্দাবাজ, দুর্নীতিবাজ এবং সুবিধাবাদী গোষ্ঠীর দখলে ছিল। অভ্যুত্থান-পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এখন দেখা যাচ্ছে, সেই পুরোনো কালপ্রিটরাই নতুনরূপে আবার প্রশাসনের বিভিন্ন স্তরে ফিরে এসেছে।’

 

সারজিস আলম বলেন, ‘ভূমি অফিস থেকে হাসপাতাল, থানা থেকে পৌরসভা—সব জায়গায় এখনো কিছু লোক জনগণের সেবক না হয়ে শোষক হয়ে উঠেছে। আমরা সেই প্রতিরোধের রাজনীতি করি, যারা জনগণের স্বার্থে ক্ষতিকর তাদের মুখোশ টেনে ফেলাই আমাদের লক্ষ্য।’

 

তিনি আরও বলেন, ‘আমরা কাউকে অন্ধভাবে পীর মানব না। ভালো করলে প্রশংসা করব, খারাপ করলে সে যে–ই হোক তার বিরুদ্ধে কথা বলব। আমাদের বিবেক আমরা আর কোনো দল বা প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখব না।’