গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৭ এএম, ২৮ জুলাই ২০২৫ সোমবার

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্রিস ওকসের জোড়া আঘাত। তবে শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাল্টে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ম্যানচেস্টার টেস্টের রোমাঞ্চকর সমাপ্তি হয় ড্র দিয়ে।
ইংল্যান্ডের ৩০০ রানের বেশি লিডের জবাবে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেই কঠিন অবস্থা থেকে দলকে টেনে তোলেন গিল ও লোকেশ রাহুল। দুজনে মিলে গড়েন ১৮৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। লোকেশ রাহুল নার্ভাস নাইনটিতে (৯০) আটকা পড়লেও সেঞ্চুরি করে ফেরেন গিল। চলতি সফরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। সাজঘরে ফেরার আগে ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে করেন ১০৩ রান।
এরপর জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ২০৩ রানের জুটিতেই রক্ষা পায় ভারত। এই জুটিতে দুজন পঞ্চম দিনের খেলা শেষ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তুলে নেন সেঞ্চুরিও। ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে সুন্দর করেন ১০১। জাদেজা তোলেন ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় ১০৭ রান। ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান তোলার পর ড্র মেনে নেয় ইংল্যান্ড। তখনও খেলার বাকি ছিল ১০ ওভার। আর তাতে ওভালে সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেল সিরিজ নির্ধারণী।
চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।