রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৫ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট বনভোজন গত ২০ জুলাই কানেকটিকাটের সি সাইড পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে ছিল জাম্পেট আড্ডা, হাসি, আনন্দ এবং স্মৃতিচারণ। ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আতিথিয়তা এবং কর্মকর্তাদের হৃদয় নিংড়ানো আন্তরিকতা। সেই আন্তরিকতার ভেলায় সি সাইড পার্ক যেন একখন্ড চাঁদপুরে পরিণত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনায় সকালে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি ও জেবিবিএ’র সভাপতি হারুণ ভূইয়া। বনভোজনে প্রধান অতিথি ছিলেন কানেটটিকাটের স্টেট সিনেটর মো: মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হক। অতিথি হিসাবে ছিলেন রাসেল এন্টারপ্রাইজ লিমিটেডের জসিম রাসেল, বীর মুক্তিযোদ্ধা মো: ফিরোজুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, মোরশেদ আলম, (শিক্ষাবিদ ও রাজনীতিবিদ), মনিরুজ্জামান মজুমদার (বিশিষ্ট ব্যবসায়ী), মোহাম্মদ আলম (বিশিষ্ট ব্যবসায়ী), নুর আলী স্বপন (বিশিষ্ট ব্যবসায়ী), প্রফেসর মোঃ শাহাদাত হাসান, আক্তার হোসেন বদল, আরএলবি গ্রুপ, সিইও, মামুন মিয়াজী সাবেক সভাপতি, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক, মোঃ ফারুক হোসেন পলাশ, সাবেক ভিপি, চাঁদপুর সরকারি কলেজ, মোহাম্মদ ফারুকুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী), মুনমুন হাসিনা বারী (বিশিষ্ট ব্যবসায়ী), সৈয়দা নিলুফার ইয়াসমিন (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ মনিরুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী-ডিজিটাল গ্রাফিক), মোঃ জামান তপন সম্মানিত সদস্য, মোহাম্মদ রফিকুর রহমান, ডাক্তার মাইনুল ইসলাম মিয়া, নাজমুল আহসান, মোস্তফা হোসেন মুকুল, ডাক্তার ধনঞ্জন সাহা।
বিশেষ সহযোগিতায় ছিলেন ডাঃ এনামুল হক, ট্রাস্টি বোর্ড মেম্বার, বাংলাদেশ সোসাইটি, মোহাম্মদ আলম নমি, (বিশিষ্ট ব্যবসায়ী), আলমগীর হোসাইন, এডভান্স একাউন্টিং এর প্রেসিডেন্ট, জুলফিকার আক্তার জুয়েল, ক্যালিসা অটো রিয়েফেয়ার, মোঃ সাইফুল ইসলাম, এমডি, সেবা হোল্ডিং লিমিটেড, মোঃ কামরুজ্জামান কামরুল, খাবার বাড়ি, জ্যাকসন হাইটস্, দুলাল বেহেদু, সভাপতি, ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক, আবুল হাশেম, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস, মাহমুদুল হাসান, সিইও, এনওয়াই সফট ইউএসএ, ফাহাদ সোলায়মান, কমিউনিটি এক্টিভিস্ট, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, (বিশিষ্ট ব্যবসায়ী), নবান্ন রেস্টুরেন্ট, মোহাম্মদ আফতাবুজ্জামান শিমুল, মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিজিটাল গ্রাফিক, জ্যাকসন হাইট, শাকিল মিয়া গ্রাফিক্স ওয়ার্ল্ড, জ্যাকসন হাইটস, মমিনুল ইসলাম মজুমদার, বিগ ডিজাইন, জ্যাকসন হাইটস, ওয়াসী চৌধুরী, ইএ, ওয়াসী চৌধুরী এন্ড এসোসিয়েটস, এম রহমান প্রিন্স প্রগ্রেস ফান্ডিং, নুরুল ইসলাম মিলন, সহ-সাধারণ সম্পাদক, আসিফ শাহরিয়ার, প্রেসিডেন্ট এন্ড সিইও, লিবার্টি ব্রোকারেজ।
বনভোজনে সফলে যারা অক্রান্ত পরিশ্রম করেছেন তারা হলেন- সভাপতি মু. ফখরুল ইসলাম মাছুম, সাধারণ সম্পাদক নূরে আলম মনির, কোষাধ্যক্ষ মোঃ আবু সাদেক, আহ্বায়ক মোঃ রেজাউর রহমান রাজু, সদস্য সচিব: মোঃ মাহাবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন, যুগ্ম আহবায়ক মিঞা ওবায়দুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ আবু তাহের, যুগ্ম সদস্য সচিব, ফয়েজ আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক: হারুন ভূঁইয়া, সার্বিক তত্ত্বাবধানে: মোঃ কবির, তত্ত্বাবধানে মোবারক হোসাইন, মোঃ মিজানুর রহমান, মোঃ নুরুল ইসলাম মিলন, মোঃ জাকির হুসাইন, সমন্বয়কারী মোঃ এ সিদ্দিক পাটোয়ারী, আব্দুর রহিম ভূঁইয়া, বনভোজন উদযাপন কমিটির সদস্য: মোঃ জসীম উদ্দিন, মোঃ আবুবকর ফয়সাল পাটোয়ারী, রাজন হাসান, প্রচার সম্পাদক আবু বকর।