‘টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা’
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৩ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার

মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া মুমতাজ শিল্পী। স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার পরদিন সকালে মাঠে দাঁড়িয়ে ওই ভবনটির ক্ষত চিহ্ন দেখছিলেন। ঐ ভবন থেকেই কীভাবে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে তার ছেলে, সেটি বিবিসি বাংলাকে জানাচ্ছিলেন তিনি।
আশফিয়া মুমতাজ শিল্পী জানান, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলেকে ব্যাগে টিফিন পাঠান তিনি। তবে সোমবার ছেলেকে টিফিন দিয়ে দিতে পারেননি। তাই ছেলেকে টিফিনের জন্য টাকা দিয়েছিলেন।
তিনি বলছিলেন, "আমি ছেলেকে বললাম আজকে তোমাকে টিফিন দিলাম না। টাকা নিয়ে যাও। স্কুলে গিয়ে কিছু কিনে খাইয়ো। পরে ও যখন নিচে নামতেছে তখন ওর স্যার ওরে নিচে নামতে নিষেধ করেছিল। তখন ও বলছে আমার কোচিং আছে। কিছু না খেলে তিনটা পর্যন্ত থাকতে পারবো না"।
"পরে স্যারকে গিয়ে অনেক জোরাজুরি করার পর অনুমতি নিয়ে আমার ছেলে নিচে নেমে আসে। সাথে ওর স্যার এবং আরেক বন্ধুও নিচে নেমে আসে। এর পর ভবন থেকে একটু সামনে আগাতেই বিকট শব্দ"।