অরল্যান্ডোতে আন্তর্জাতিক লায়ন্স কনভেনশন অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১২ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
* ১৯৫ দেশের ২০ হাজার প্রতিনিধি অংশগ্রহণ
ফ্লোরিডার অরল্যান্ডোতে নান্দনিক ও প্রেস্টিজিয়াস অরেঞ্জ কাউন্টির কনভেনশন সেন্টারে ১৩-১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ১০৭তম কনভেনশন। বিশ্বজুড়ে মানবসেবার অঙ্গীকারকে নতুন ভাবে তুলে ধরা মহা সম্মেলনে বিশ্বের ১৯৫টি দেশের ২০ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেন। যা এটিকে সেবামূলক সংগঠন গুলোর মধ্যে অন্যতম বৃহৎ সংগঠনে পরিণত করেছে। সম্মেলনে নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এবং তাদের পারস্পরিক সৌহার্দ স্থাপনের এক চমৎকার উদাহরণ তৈরি করেছে।
৫ দিনের এই সম্মেলনে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর নব নির্বাচিত গভর্নর লায়ন আসিফ বারী ও মুনমুন হাসিনা বারী, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আমেনা নেওয়াজের প্রাণবন্ত উপস্থিতি ডিস্ট্রিক্ট ২০-আর-২ কে আরো গতিশীল করবে। এই সম্মেলনে সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ নেতৃত্বে নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের ২৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়, যা আন্তর্জাতিক সম্মেলনটিতে ডিস্ট্রিক্টের সর্বোচ্ছ অংশ গ্রহণ।
সম্মেলনের প্রথম দিনে বিশ্বব্যাপী ৭৪০ জন নতুন গভর্নরের জন্য সেলিব্রেশনের আয়োজন করা হয় এবং ঐক্যের প্রতীক হিসেবে অংশ গ্রহণকারী সব গভর্নর একই রঙের শার্ট পরিধান করেন। সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণীয় দিক ছিলো নান্দনিক ‘প্যারেড অফ নেশনস’। অংশ গ্রহণকারী দেশ সমূহের এবং লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যর প্রতীকী পোশাক পরে প্যারেডে অংশ গ্রহণ করেন।
সম্মেলন জুড়ে প্রতিদিনই ছিল লায়ন্স সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্লেনারী সেশন এবং বিষয় ভিত্তিক সেমিনার। শেষ দিনে কনভেনশন সেন্টারের মূল হলে প্রায় ২০ হাজার সদস্যের উপস্থিতিতে প্রানবন্ত ও উৎসবমুখর পরিবেশে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ও গভর্নরদের শপথ অনুষ্ঠান ছিল দৃষ্টি কাড়া।
আন্তর্জাতিক কালচারাল শো ও কনসার্ট, মেলভিন জোন্স গালা লাঞ্চ, ডিনার ডান্স গালা এবং ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মিট এন্ড গ্রিট, এক্সিবিট হলের লায়ন্স এক্সপো এন্ড লায়ন্স শপিং ছিল সম্মেলনের উল্লেখযোগ্য দিক।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃক কনভেনশনে সদস্য কর্তৃক ৮৩ মিলিয়ন ডলার ডোনেশন সংগৃহীত হয়, যা সারা বিশ্বে সেবামূলক কাজে ব্যাবহৃত হবে। নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পক্ষে লায়ন শাহ নেওয়াজ পিএমজিএফ ৬টি ডায়মন্ড সমতুল্য ৬০০০ ডলার, লায়ন আসিফ বারী পিএমজিএফ দুইটি ডায়মন্ড সমতুল্য ২০০০ ডলার, লায়ন আহসান হাবীব এমজিএফ একটি ডায়মন্ড সমতুল্য ১০০০ ডলার এবং লায়ন হাসান জিলানী এমজিএফ একটি ডায়মন্ড সমতুল্য ১০০০ ডলার ডোনেশন এবং সার্টিফিকেট প্রাপ্ত হন।
২০২৫-২৬ লায়ন্স লিডারশিপ হিসাবে নির্বাচিত হয়েছেন- ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এ পি সিং (কলকাতা, ভারত), প্রথম ভাইস প্রেসিডেন্ট মার্ক লিওন (কানেকটিকাট, ইউএসএ), দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট ডা মনোজ শাহ (নাইরোবি, কেনিয়া), তৃতীয় ভাইস প্রেসিডেন্ট এন্থনি বেনবো (ভারমেন্ট, অষ্ট্রেলিয়া) অন্যান্য ইন্টারন্যাশনাল ডিরেক্টরের মধ্যে প্রথম বর্ষ ডিরেক্টর নাজমুল হক (বাংলাদেশ) ।
এবারের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট থিম মিশন ১.৫ এর মর্মাথ হলো অধিক সদস্য অন্তর্ভুক্তি ও আরো বেশি ক্লাব চার্টারের মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বর্তমান সদস্য ১.৪ মিলিয়ন থেকে ১.৫ মিল্লিয়ানে উন্নীত করা। অধিক সদস্য বৃদ্ধির মাধ্যমে আরো অধিক সেবামূলক কাজের সম্প্রসারণ হবে।
নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিনিধিদলে ছিলেন- ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আসেফ বারী, লায়ন মুনমুন হাসিনা বারী, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ, লায়ন আমেনা নেওয়াজ, লায়ন আহসান হাবিব, লায়ন মো. মশিউর মুজুমদার, লায়ন হাসান জিলানী, লায়ন নুরুল আজিম, লায়ন অনিক রাজ, লায়ন সাদমান নেওয়াজ, লায়ন আদিব বারী, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন বেলাল আহমেদ, লায়ন আজাজুল ইসলাম নাইম, লায়ন শাহ শহিদুল হক, লায়ন কাজী আজম, লায়ন সাহাবুদ্দিন সাগর, লায়ন সামসুন্নাহার নিম্মি, লায়ন কাজী নয়ন (স্টাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাব) প্রমুখ।