রোববার   ২৭ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ০১ সফর ১৪৪৭

ওয়াশিংটনে নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫২ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার


 
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আরিফুল ইসলাম। এর আগে তিনি জেনেভাতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।  তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনেও কাজ করেছেন।