রোববার   ২৭ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ০১ সফর ১৪৪৭

ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার


 

 
 বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভিসার আবেদনকারীদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, ভিসা আবেদনে জাল নথিপত্র কিংবা নিরাপত্তাজনিত সন্দেহজনক কিছু পাওয়া গেলে আবেদনকারীকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে।

সোমবার ২১ জুলাই ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়,“ভিসা আবেদনে আমাদের কনস্যুলার অফিসাররা যদি কোনো জাল নথি পান বা নিরাপত্তা সংশ্লিষ্ট সন্দেহজনক তথ্য পান, তা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হয়। আমরা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও অসাধু ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে সমন্বিতভাবে কাজ করি।”

এর আগে ১৮ জুলাই দূতাবাস আরেকটি পোস্টে জানিয়েছিল,“এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা প্রতারণার নতুন কৌশল ও ভুয়া নথির প্রযুক্তি সম্পর্কে সবসময় অবগত। তথ্য গোপন বা জাল কাগজ দাখিল গুরুতর অপরাধ। এর ফলে ভিসা প্রত্যাখ্যান, ফৌজদারি মামলা এবং আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা হতে পারে।”

১০ জুলাইয়ের অপর এক পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদন ফরম ডিএস-১৬০ এ গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডল( ইউজার নাম) বা ব্যবহারকারী নাম উল্লেখ করা বাধ্যতামূলক।

সেখানে আরও বলা হয়,“আবেদনকারীরা ফরম জমা দেওয়ার আগে প্রতিটি তথ্যকে সত্য এবং সঠিক হিসেবে স্বীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতেও আবেদনকারীর ভিসা পাওয়ার যোগ্যতা নষ্ট হতে পারে।”