ফেসবুকজুড়ে সেফুদার মৃত্যুর গুজব
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৪ এএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা, অষ্ট্রিয়া প্রবাসী ও অনলাইন অ্যাকটিভিস্ট সেফায়েত উল্লাহ সেফুদা মারা গেছেন- এমন গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে। এই সংবাদটি নিতান্তই গুজব বলে নিশ্চিত করেছেন তার আত্মীয়স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া সেফুদা নিজেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে তার ব্যক্তিগত ফেসবুকে লাইভে এসে গুজবের বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সেফুদার চাচাত ভাই আবু সালেহ মো. সেলিম জানান, আজ আমার সঙ্গে তার কথা হয়নি। তবে বিকেলে তার ফুফাত ভাই ও ওয়ারুক বাজার পরচালনা কমিটির সেক্রেটারি ইরানের সাথে কথা হয়েছে মোবাইলে। সেফুদা তাকে বলেছেন, গুজব ছড়িয়েছে জেনেই আমাকে ফোন দিয়েছে। পরে দুজনে কুশল বিনিময় করেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, সেফুদার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম মজুমদারের ছেলে সাগরের সঙ্গে বিকেলে আমার কথা হয়েছে। তখন সেফুদার মৃত্যুর বিষয়ে কোনো কথা বলেননি। তবে আজ দুপুর থেকে ফেসুবকে মৃত্যু নিয়ে গুজব ছড়াচ্ছে।
এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে স্থানীয় সময় সকালে ফেসবুকে লাইভে এসে তার মৃত্যুর বিষয়টি গুজব এবং দেশের এক শ্রেণির ‘নব্য রাজাকার ও আলবদররা’ এই ধরনের মিথ্যা প্রচার করছে বলে জানান সেফায়েত উল্লাহ সেফুদা।
জানা গেছে, সেফুদা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চেড়িয়াড়া গ্রামের মৃত হাজী আলী আকবরের ছেলে। সেফুদার বাবা তিনটি বিয়ে করেন। সব মিলিয়ে সেফুদার ভাই-বোন ১৫ জনেরও বেশি। সেফুদার আপন ভাই-বোনের সংখ্যা আট জন। তবে কারও সঙ্গে তার কোনো সর্ম্পক নেই।
সংসার জীবনে সেফুদার এক সন্তান রয়েছে। স্বপ্নীল নামে ওই সন্তান থাকেন ফিনল্যান্ডে। তার স্ত্রী থাকেন ঢাকায়। প্রায় ৩৫ বছর আগে সেফুদা ভিয়েনায় চলে যান।