বুধবার   ২৩ জুলাই ২০২৫   শ্রাবণ ৮ ১৪৩২   ২৭ মুহররম ১৪৪৭

মামদানির নীতিকে ‘ননসেন্স’ বললেন নেতানিয়াহু

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৪ এএম, ২৩ জুলাই ২০২৫ বুধবার

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রস্তাবিত নীতিকে ননসেন্স বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২১ জুলাই) প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মানুষকে দোকান লুট করতে দিতে চাইলে, আবার পুলিশ কমাতে চাইলে, তা ভালো সমাজ গড়বে না। বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব কতটা বোকামি।’

 

৩৩ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র হিসেবে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, আমি পুলিশকে ‘ডিফান্ড’ করব না, বরং মানসিক স্বাস্থ্য ও গৃহহীন সংকট সমাধানে পুলিশকে সহযোগিতা করতে চাই।

 

এর আগে গত ডিসেম্বর মাসে মামদানি ঘোষণা দিয়েছিলেন, তিনি মেয়র হলে নিউইয়র্কে আসলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, যা ইসরায়েল অস্বীকার করেছে। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এসব হুমকিতে চিন্তিত নন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ‘আমি তাকে (নেতানিয়াহু) বের করে আনব।’

 

নেতানিয়াহুর সমালোচনার জবাবে মামদানি বলেন, ‘ইহুদি নিউইয়র্কবাসীদের আমি ভালোবাসি ও সম্মান করি। আমাকে অ্যান্টিসেমিটিক বলা কষ্টদায়ক।’ তিনি নিউইয়র্কে ঘৃণাজনিত অপরাধ দমন করতে বাজেট ৮০০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

 

মামদানি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য। তিনি ইসলামোফোবিয়া নিয়েও কথা বলেছেন। তিনি জানান, ‘আমাকে প্রায়ই মৃত্যু হুমকি দেওয়া হয়। কিন্তু আমি এর দ্বারা বিভ্রান্ত হতে চাই না।’

 

নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেন। এই সফরের আগে মামদানির মন্তব্য ও নেতানিয়াহুর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে।

 

তথ্যসূত্র : টাইম