নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৩ এএম, ২১ জুলাই ২০২৫ সোমবার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে বিষের ধাক্কা কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন বলে তাঁর কার্যালয় রোববার জানিয়েছে। পরবর্তী তিন দিন বাড়িতে বিশ্রামে থেকেই তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন।
রয়টার্স জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁর পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি এখন রক্তনালির মাধ্যমে তরল পদার্থ নিচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, নেতানিয়াহু চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বিশ্রামে আছেন।
ইসরায়েলি এ প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল, মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর গত ডিসেম্বরে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। এখন পর্যন্ত সেই হামলা অব্যাহত রেখে চরম বিতর্কিত হয়েছেন নেতানিয়াহু। এমনকি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনার মুখে পড়েন তিনি।