শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল ভিসা পাবেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ১৬ জুলাই ২০২৫ বুধবার

এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল অ্যান্ট্রি ভিসা পাবেন। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সরকার।

 

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপু‌রের বাংলা‌দেশ হাইক‌মিশন এক বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

 

হাইক‌মিশ‌নের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।