বুধবার   ১৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১ ১৪৩২   ২০ মুহররম ১৪৪৭

ইসরায়েলের বিরুদ্ধে ‘কার্যকরী পদক্ষেপ’ নিচ্ছে বাংলাদেশও

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার

অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিপক্ষে ‘কার্যকরী পদক্ষেপ’ নিতে যাচ্ছে ‘দ্য হেগ গ্রুপ’।তার অংশ হিসেবে চলতি সপ্তাহে বৈঠকে বসবে তারা। বৈঠকে এই গ্রুপে স্পেন ও কাতারের মতো শক্তিশালী দেশের সঙ্গে রয়েছে বাংলাদেশও। কূটনীতিকদের বরাতে এই তথ্য দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।  

পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আগামী ১৫-১৬ জুলাই জরুরি বৈঠকে বসবে তারা। কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা সরকার যৌথভাব এই বৈঠক আয়োজন করবে। বৈঠকে ইসরায়েল ও তার মিত্ররা যে ‘অভেদ্য আবহ’ তৈরি করে রেখেছে তা প্রতিহত করতে কী আইনী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েই আলোচনা করবে দ্য হেগ গ্রুপ।

বর্তমানে এই গ্রুপের সদস্য আটটি দেশ। ৩১ জানুয়ারি এই জোটটি আত্মপ্রকাশ করে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে আরও থাকবে আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট, উরুগুয়ে ও ফিলিস্তিন।