শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

নিউইয়র্ক মাতালেন জেমস

একই মঞ্চে গাইলেন প্রবাসী শিল্পীরা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৬ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার

 

 
বিকাল থেকেই দর্শকদের পদচারণায় প্রায় পূর্ণ ছিল নিউইয়র্কের কুইন্সের আমাজুরা কনসার্ট হল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় শুধু বেড়েছে। ছেলে-বুড়ো সব বয়সী মানুষের এ আগমণ ছিল দুই বছর পর ‘নগর বাউল জেমস লাইভ ইন নিউইয়র্ক’ কসনাসার্ট ঘিরে। গত ৫ জুলাই ডজন খানেক গান দিয়ে নিউইয়র্ক মাতালেন ব্রান্ড গুরু খ্যাত জেমস। একই মঞ্চে গান গেয়ে দর্শকদের আনন্দ দেন প্রবাসী শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। দর্শক উপস্থিতি দেখে বোঝার উপায় ছিল না এটি বাংলাদেশ নাকি সুদূর নিউইয়র্ক। সাড়া জাগানো এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন এজাজুল ইসলাম নাঈম। তার একক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমে প্রবাসী বাংলাদেশিরা একটা জমকালো অনুষ্ঠান উপভোগ করলো।
আগেই ঘোষণা দেয়া হয়, নগর বাউল জেমস মঞ্চে উঠবেন দশটার দিকে। তার আগে উপস্থিত সংগীত পিয়াসীদের মাতিয়ে তোলোন প্রবাসী শিল্পীরা। সংগীত লিজেন্ড আইয়ূব বাচ্চুর ‘সেই তারা ভরা রাতে, আমি পারিনি বোঝাতে" গান দিয়ে মঞ্চে উঠেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গতশিল্পী রানো নেওয়াজ। তিনি একে একে রানো নেওয়াজ অনেকগুলি জনপ্রিয় গান পরিবেশন করেন।
প্রয়াত শিল্পী খালেদ হাসান মিলুর দর্শকপ্রিয় গান ‘যে প্রেম সর্গ থেকে এসে ...... তুমি আমার প্রাণের চেযে প্রিয় গাইতে গাইতে মঞ্চে উঠেন অনিক রাজ। একে একে প্রয়াত এন্ড্রু কিশোরের ‘ভালো আছি ভালো থেকো’ সহ বেশ কয়েকটি হিট গানে দর্শকের মাতান তিনি। গান পরিবেশন করেন রিয়া রহমান, প্রেমা প্রমুখ।
রাত দশটার দিকে মুখে সাদাকালোর মিশেলের দাড়ি-গোঁফ, কাঁধে ছাড়ানো লম্বা চুল, মাথায় মেরুন-সাদা গামছা, পরনে ভি-গলা টিশার্ট ও জিনস্ এবং কাঁধে বাদামি বেল্টের চিরচেনা সাদা গিটার ঝুলিয়ে তারুণ্যের প্রতীক জেমস উঠলেন। সঙ্গে সঙ্গে দর্শক সারি থেকে ‘গুরু’ ‘গুরু’ ধ্বনিতে গমগম করে পুরো হল। তবে গিটার ও  বাজ্যযন্ত্রের সুর উঠার সঙ্গে সঙ্গে থেকে যায় সব কন্ঠ, গান শুরু করেন গুরু জেমস। একে একে গুরু ঘর বানাইলা কি দিয়া, আমি তারায় তারায় রটিয়ে দেব, পদ্মা পাতার জল, দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা, দশ মাস দশদিন ধরে গর্ভে ধারণ গান ধরেন তিনি। প্রতিটি গানেই গুরুর সঙ্গে মিলিয়ে গেয়ে উঠেন সাগরেদ রূপী দর্শকরা। সঙ্গে ছিল উপরের দিকে দুই হাত তোলা নাচ। মাঝে মাঝেই গানের কলি শুরু করতেন জেমস আর শেষ করতেন দর্শকরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে জেমস উন্মাদনা। পুরোটা সময় জুড়েই উন্মাতাল নাচে গানে মেতে ছিলেন দেড় হাজারের মতো দর্শক।
এই কনসার্টের সাধারণ প্রবেশমূল্য রাখা হয়েছিল জনপ্রতি ৩৫ ও ৫০ ডলার। ভিআইপি টিকেট ১০০ ডলার ও সিআইপি টিকেট ২০০ ডলার। 
গোল্ডেন এইজ হোমকেয়ার এবং পাওয়ার্ড বাই নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারসহ পৃষ্ঠপোষকতায় ছিলেন আরো অনেকেই।
কনসার্টে কমিউনিটির বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের স্বত্ত্বাাধিকারী শাহ নেওয়াজ, এটর্নি মঈন চৌধুরী, রিয়েলটর নূরুল আজিম, ফাহাদ সোলায়মান ও আহসান হাবীব প্রমুখ।