ইয়থ ডেভলপমেন্ট-এর ওপেনিং সিরিমনি আজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৩ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার

ফাউন্ডেশন ফর ব্যাটার ওয়ার্ল্ড-এর উদ্যোগে আজ শক্রবার ইয়থ ডেভলপমেন্ট ওপেনিং সিরিমনি অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটস-এর ১৭৪ স্ট্রিটের সানাই রেস্টুরেন্টে বিকেল ৬টায় অনুষ্ঠানটি শুরু হবে বলে গতকাল এক বিবৃতিতে উদ্যোক্তারা জানিয়েছেন।
আজকের অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ি ও আজকাল পত্রিকার সম্পাদক লায়ন শাহ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কনসোলেট জেনারেল অব নিউইয়র্ক-এর কনসোলার ইশরাত জাহান, কী নোট স্পীকার থাকছেন ড. গোলাম এম মাতবর, স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন আসাল প্রেসিডেন্ট মাফ মেজবাহ উদ্দিন, জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, কুইন্সের অবসর প্রাপ্ত বিচারক থমাস ডি রাফেলি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম আলমগীর, শেখ আল মামুন, মটিভেশনাল ইয়থ স্পিকার প্রিসিলা ফাতেমাসহ আরো অনেকে। অনুষ্ঠানে কনভেনার হিসেবে দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মো: আবদুস সোবহান ও মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান।
ইয়থ ডেভলপমেনন্ট টিমে রয়েছেন, এসএম আবিদ ইবতিহাজ, নাবিলা আহমেদ, ফারহান আবদুর রহমান, মালিহা রহমান ও রাইশা তায়েবা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সোনিয়া।