শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৭ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

ব্রংকসে বাক’র উদ্যোগে স্বাধীণতা দিবস উদযাপন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২২ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার


 
 
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীণতা দিবস উদযাপন করলো ব্রংকসবাসী। ৪ জুলাই ব্রংকসের পার্কচেষ্টারে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বাক) ও বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস পৃথক পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জনসাধারনের জন্য বারবিকিউ এর আয়োজন ছিল এই আয়োজনের সাইড লাইনে। দুপুর থেকে অতিথিরা স্বাধীণতা দিবস উদযাপনের পাশাপাশি বারবিকিউ পার্টিতে আংশ নেন। বাক এর আয়োজনে আলোচনায় অংশ নেন কমিউনিটি লিডার এম এন মজুমদার, নজরুল হক, আব্দুল গাফ্ফার চৌধুরী, এম ইসলাম মামুন, জাকির চৌধুরী সিপিএ, নুরে আলম জিকু, রিয়েলর লিংকন, মাসুদ রানা, বিলাল উদ্দীন,ইমরান আলী টিপু, জামাল আহমেদ, শরীফ হোসেন, সারওয়ার চৌধুরী,জগলু চৌধুরী, রোকন আহমেদ, জামাল উদ্দীন চেয়ারম্যান, এমডি আলাউদ্দীন ও ইয়াহিয়া।