বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫   আষাঢ় ২৬ ১৪৩২   ১৪ মুহররম ১৪৪৭

১৮ জুলাই সবাইকে বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেবে সরকার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ১০ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

জুলাই গণ–অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে দেশের সব জনগণকে বিনা মূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে ইন্টারনেট দিতে ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ বুধবার বিটিআরসি থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডেটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।

পরে এ নিয়ে রাত ৯টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’

গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়কে মাথায় রেখেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।