লোহিত সাগরে ফের জাহাজে হামলার দায় স্বীকার হুতির
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩১ এএম, ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজটি ক্রুরা পরিত্যাগে বাধ্য হয়েছেন। কয়েক মাসের মধ্যে এমন প্রথম হামলা ছিল এটি।
ইরান সমর্থিত এই বিদ্রোহীরা জানায়, ইসরায়েলে নোঙর করার কারণে গ্রিসের মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটিকে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানববিহীন নৌযান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতির এক সমঝোতার পর বেশ কয়েক সপ্তাহের মার্কিন হামলা বন্ধ হলেও এটি ছিল বাণিজ্যিক জাহাজ লক্ষ্য হুতির প্রথম করে হামলা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, ‘হুতি সশস্ত্র বাহিনী রবিবার ম্যাজিক সিস জাহাজকে দুটি মানববিহীন নৌযান, পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করে।’
তিনি আরো জানান, জাহাজটিতে সরাসরি আঘাত লেগেছে এবং এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, যেহেতু কম্পানিটি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করেছে এবং তার বন্দর ব্যবহার করেছে, তাই তাদের জাহাজগুলো ‘বৈধ লক্ষ্যবস্তু’।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুতি ইসরায়েলি ভূখণ্ড ও বাণিজ্যিক জাহাজকে লোহিত সাগর ও এডেন উপসাগরে লক্ষ্যবস্তুতে পরিণত করে আসছে, ফলে অনেক জাহাজ কম্পানি ব্যয়বহুল বিকল্প পথে দক্ষিণ আফ্রিকা ঘুরে চলাচল শুরু করেছে।
এর জবাবে ইসরায়েল ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে রবিবার হোদেইদা বন্দর ও তার আশপাশে বিস্তৃত হামলাও ছিল।
সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থাগুলো রবিবার জানায়, ছোট ছোট নৌকায় থাকা বন্দুকধারীরা ম্যাজিক সিস জাহাজে স্বল্পপাল্লার অস্ত্র ও রকেটচালিত গ্রেনেড ছোড়ে। পরে একটি পার্শ্ববর্তী বাণিজ্যিক জাহাজ ক্রুদের উদ্ধার করে বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের যুদ্ধবিমান ‘হুতি সন্ত্রাসী শাসনের’ অবকাঠামো ধ্বংস করেছে। যে লক্ষ্যগুলোতে তারা হামলা চালিয়েছে, তার মধ্যে রয়েছে গ্যালাক্সি লিডার নামের একটি কার্গো জাহাজ, যেটি হুতি ২০২৩ সালের নভেম্বরে দখল করেছিল। এরপর হুতি আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী ও ইয়াহিয়া সারি।
হুতি এর আগেও জানিয়েছিল, তারা ‘ইসরায়েলি জাহাজ’ লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির পরও, যদিও ওই চুক্তির উদ্দেশ্য ছিল লোহিত সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।