রোববার   ০৬ জুলাই ২০২৫   আষাঢ় ২২ ১৪৩২   ১০ মুহররম ১৪৪৭

অপরাজিত বাংলাদেশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৯ এএম, ৬ জুলাই ২০২৫ রোববার

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। তলানির দল বলে তুর্কমেনিস্তানকে ছোট করে দেখেনি কোচ বাটলারের শিষ্যরা। সেভাবেই প্রস্তুতি সেরেছিলেন ঋতুপর্ণা-তহুরা-শামসুন্নাহাররা। টুর্নামেন্টের শেষ ম্যাচেও জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই থাকতে চেয়েছিলেন মেয়েরা। শেষ পর্যন্ত সেটাই করে দেখাল এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা বাংলাদেশ। গতকাল ইয়াঙ্গুনে প্রতিপক্ষ তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে ঋতুপর্ণারা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থেকে বাছাই শেষ করার চাওয়াও পূরণ হয়েছে পিটার বাটলারের দলের। ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। রীতিমতো ছেলেখেলা করে মেয়েরা। ৭ গোলে এগিয়ে যায় আফঈদার দল। পরে আর জালের দেখা পায়নি কেউ। দলের জয়ে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পান স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন। এর আগে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেন আফঈদা-ঋতুপর্ণারা। মিয়ানমারের ইয়াঙ্গুনে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় কোচ বাটলারের শিষ্যরা।