শনিবার   ০৫ জুলাই ২০২৫   আষাঢ় ২১ ১৪৩২   ০৯ মুহররম ১৪৪৭

হাসিনার কারাদণ্ডের প্রতিবাদে আ, লীগের সমাবেশ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ৫ জুলাই ২০২৫ শনিবার


 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাদ- দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগের সমাবেশ করেছে। গত ২ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর এবং সঞ্চালনা ও পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অবঃ) আবু বকর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জলিল,দেলওয়ার হোসেন মোল্লা,শারমিন তালুকদার,মি.তালুকদার,যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান,সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,সাবেক সভাপতি নুরুজ্জামান সরকার,যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী,সোহেল চৌধুরী,সাখাওয়াৎ হোসেন ও ছাত্রলীগ নেতা রিদয় ।