শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

পুশ ইন নয়, শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিস্টদের পাঠান: নাহিদ ইসলাম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৮ এএম, ৪ জুলাই ২০২৫ শুক্রবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশিদের হত্যাকাণ্ড এখন একটি নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। গত ৫০ বছরে কোনো সরকারই এ হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।’

তিনি বলেন, ‘বর্তমানে আমরা আরও ভয়াবহ একটি পরিস্থিতি দেখছি—ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন চলছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যদি কাউকে পাঠাতেই হয়, সেই শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশের পাঠান। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনবো।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে তিনি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই পুশ ইন চলতে থাকলে আমরা কোনোভাবেই মেনে নেব না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের জনগণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধ। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ছাত্র-জনতার যে জোয়ার বইছে, তা অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি নতুন সংবিধান প্রণয়ন, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে জনগণকে সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, ‘ইনশাল্লাহ, আমরা সবাই মিলে যে স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা ও মুক্তি আমরা রক্ষা করব। রাজপথে আমরা ছিলাম, আছি এবং থাকবো—জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে।’

দলে দলে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো সাময়িক আবেগের আন্দোলন করি না। গণঅভ্যুত্থানের পর আমরা রাজপথ থেকে সরিনি। আমরা একটি নতুন রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিত হয়েছি।’

সবশেষে তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খার ইশতেহার’ পাঠ করা হবে। তিনি সারাদেশের মানুষকে ওই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান।