বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক বিমান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঘণ্টায় ৩০০ মাইল বেগে ছুটে চলতে সক্ষম এমন একটি দ্রুতগতির বৈদ্যুতিক বিমান তৈরির পরিকল্পনা করেছে রোলস রয়েস। এই বিমানের পোশাকি নাম দেয়া হয়েছে ‘এসিসিইএল’।
কোম্পানিটি জানিয়েছে, শিগগিরই এই বিমান আকাশে উড়ে নতুন রেকর্ড গড়ে তুলবে। রোলস রয়েসের প্রজেক্ট ‘এসিসিইএল’ এর পুরো নাম ‘অ্যাক্সিলারেটিং দ্য ইলেকট্রিফিকেশন অব ফ্লাইট’। এর আগে ২০১৭ সালে সিমেন্সের তৈরি বৈদ্যুতিক বিমান ঘণ্টায় ২১০ মাইল বেগে ছুটে রেকর্ড গড়েছিল। রোলস রয়েস বলছে, সেই রেকর্ড ভাঙতে সক্ষম তাদের নতুন বৈদ্যুতিক বিমান।
২০২০ সালে গ্রেট ব্রিটেনের আকাশে উড়বে রোলস রয়েসের তৈরি সর্বোচ্চ গতির বৈদ্যুতিক বিমান। ঘণ্টায় ৩০০ মাইল বেগে ছুটে চলে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক বিমানের স্বীকৃতি পেতে চলেছে ‘এসিসিইএল’।
এই প্রকল্পের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ম্যাথিউ পার। তিনি জানিয়েছেন, বিমানটিতে সবচেয়ে আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি ব্যবহার করা হবে। এতে উন্নত প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করা হবে।