বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

ব্রুকলিন পথমেলায় অপমানিত সংগীত শিল্পীরা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ২৮ জুন ২০২৫ শনিবার


  
 
লিটল বাংলাদেশ খ্যাত ব্রুকলিনে গত ২২ জুন রোববার অনুষ্ঠিত হলো পথমেলা ২০২৫। মেলায় বিপুল সংখ্যক স্টল ছিল। ছিল বাহারি পণ্যের সমাহার। আর বিদেশের মাটিতে দেশীয় পণ্য পেয়ে কেনাকাটায় মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের উপচেপড়া ভিড় ছিল স্টলগুলোতে। ছিল ঢালাও পদক বিতরনের সমালোচিত আয়োজন। আয়োজকদের মঞ্চে নামা উঠার প্রতিযোগিতা ছিল দৃষ্টিকটু। বক্তৃতার বাহারে দর্শকরা ছিল বিরক্ত। সারাদিন মেলা প্রাঙ্গণে ছিল সাধারণ মানুষের খড়া। তবে বিকেলে মানুষে ঢল নামে। যার সিংহভাগ ছিল সংগীত পিপাসু মানুষ। তবে অধিক বক্তার কারণে শিল্পীরা পর্যাপ্ত সংগীত পরিবেশনা করতে পারেন নি। আয়োজকরা বাংলাদেশি মেলার নামে বানিজ্যিক দৃষ্টিতে সবকিছু করার চেষ্টা করেছেন। অনেক স্টল মালিক তা নিয়ে ক্ষোভ করেছেন। শিল্পীরাও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেছেন, একটি গান গাওয়ার পর থামিয়ে দেয়া হয়েছে। জোর করে মাইক্রোফোন কেড়ে নেয়া হয়েছে।এটা শিল্পীদের জন্য ছিল অপমানজনক। অথচ বক্তৃতা দিয়েছেন শতাধিক নেতা।  
মেলা মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে থাকা ( প্রাইমারিতে ২৪ জুন বিজয়ী) স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি, সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ, ফোবানার চেয়ারপারসন  ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ এবং কাজী আজম, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের  সভাপতি মো. কাদের মিয়া, সমাজকর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক এবং মো. জাফরউল্লাহ। 
চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এটি ছিল ১৫তম পথমেলা। মেলার উদ্বোধন করেন লায়ন ফজলুল কাদের। প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও কলামিস্ট শামসুদ্দিন আজাদ। এ সময় মেলার আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সেক্রেটারি মইনুল আলম বাপ্পী, মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন উপস্থিত ছিলেন। 
              

সকালে বৃষ্টি হলেও দুপুর থেকে খরতাপ আর অসহনীয় গরমে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সে ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাও ছিল। নিরাপত্তার জন্যে নিউইয়র্কের বেশ কয়েক ডজন পুলিশ ছিল সার্বক্ষণিকভাবে।
মেলামঞ্চে নেতৃবৃন্দ বক্তব্য প্রদানের ফাঁকে ফাঁকে জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, নিলীমা শশী, কামরুজ্জামান বকুল, নাজু আখন্দ সঙ্গীত পরিবেশন করেন। মঞ্চের পরিবেশনায় ছিলেন আশরাফুল হাসান ও শারমিনা সিরাজ সোনিয়া। 
মেলামঞ্চে সমাজকর্মে বিশেষ অবদানের জন্যে মো. কাদের মিয়া, জাফরউল্লাহ, নুরুল আজিম, ফিরোজ আহমেদ-সহ অনেককেই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মেলায় ৫ ডলারের লটারির টিকিটের প্রথম পুরস্কার ছিল সেডান কার। আরো পুরস্কারের মধ্যে ছিল সোনার চেইন. লকেড, এলডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি।