বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

মহাশূন্য থেকে ফিরে এসে হাঁটতে ভুলে গেছেন নভোচারী!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

মহাকাশে ১৯৭ দিন থাকার পর মহাকাশ বিজ্ঞানী এ জে ড্রিউ ফিউস্টেল হাঁটতে ভুলে গেলেন৷ পৃথিবীতে পৌঁছে পা ফেলতেই পড়ে গেলেন তিনি৷ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে কিছুতেই টাল সামলাতে পারছেন না তিনি৷

ফিউস্টেলের ভিডিওটি এখন টুইটারে ভাইরাল। নাসা থেকে ৩ মহাকাশচারী গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ৷ সয়ুজ এমএস-৯ মহাকাশযানে গিয়েছিলেন তাঁরা৷ ১৯৭ দিন মহাকাশে কাটিয়ে ফিরেছেন তাঁরা৷