বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

‘আমি, নুসরাত ইমরোজ তিশা’

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৪ এএম, ২৪ জুন ২০২৫ মঙ্গলবার

চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা তারকাদের তালিকায় আছেন  নুসরাত ইয়াসমিন তিশা নামের একজন। তাতেই বিভ্রান্তি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, এই তালিকায় তিনি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিশা জানান, ভুল নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কিছু সংবাদমাধ্যম। যাতে তিনি মনোক্ষুন্ন হয়েছে। সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার আবেদনও করেছেন। 

শনিবার কর ফাঁকি দেওয়ার কারণে কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে—এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।

সেখানে তিশা নাম নিয়েই লেগেছে খটকা। অভিনেত্রী তিশা এক পোস্টে জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’

এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় প্রজ্ঞাপনে উল্লিখিত তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।