শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৭ এএম, ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং ৬ মে ঢাকায় ফিরেছেন।

এর আগে, তিনি সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১৮ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।