ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হয়ে যে অনন্য রেকর্ড গড়লেন
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। এবার তিনি শিক্ষামন্ত্রী হয়ে আরেক রেকর্ড করলেন। স্বাধীনতার ৪৭ বছর পর তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হলেন।
রবিবার বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার নতুন সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
নবম সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দীপু মনি। দশম সংসদে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
