মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ইসরায়েলিদের পালাতে বলল সেনাবাহিনী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২২ এএম, ১৬ জুন ২০২৫ সোমবার


ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার সব স্তর ভেদ করে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার স্তরগুলো’ ভেদ করে গেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং লোকজনকে দ্রুত আশ্রয় নিতে বলা হয়েছে।

বিবিসি বলছে, জেরুজালেম ও তেল আবিবের রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কারণ ইসরায়েলের ‘আয়রন ডোম’ ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে। এদিকে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা স্থানীয়দের ‘সংরক্ষিত এলাকায়’ চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে।