টিউলিপের সাথে দেখা নয় : বিবিসিকে ইউনূস
আজকাল ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:০৫ এএম, ১৪ জুন ২০২৫ শনিবার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় লেবার এমপি টিউলিপ সিদ্দিকের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করতে ড. ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিলেন মিজ সিদ্দিক।
অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেন যে অভিযোগগুলি "আদালতের বিষয়" এবং তিনি জানান বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপর তার আস্থা আছে, যা সিদ্দিকের বিষয়ে তদন্ত করছে।
সিদ্দিকের বিরুদ্ধে তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ আনে দুদক।
লন্ডনে সাবেক ট্রেজারি মিনিস্টার সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে "রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার" চালানোর অভিযোগ করেছেন।
একটি চিঠিতে সিদ্দিক ইউনুসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেন। তিনি উল্লেখ করেন এই সাক্ষাৎ "ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি পরিষ্কার করতেও সহায়ক হতে পারে।"