মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩১ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

মেয়র পদে মামদানিকে বাংলাদেশিদের সর্মথন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩২ এএম, ৭ জুন ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশি কমিউনিটির সমাবেশে জোহরান মামদানিকে মেয়র পদে ভোট দেয়ার আহবান জানানো হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে মুসলিম প্রার্থী জোহরান মামদানি।  এই সিটিতে প্রায় ১০ লিাখ মুসলমান রয়েছেন। যার মধ্যে ২ লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। নিউইয়র্ক সিটির ভোটারের ১২ শতাংশ মুসলমান। এই মুসলমানদের ভোট মামদানি পেলে তার বিজয়ের সম্ভাবনা এগিয়ে যাবে।
গত ২৯ মে বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এক সমাবেশে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ বলেন, নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম একজন মুসলমান ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র পদে মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। সব জনমত জরিপেই তার সম্ভাবনা উজ্জ্বল প্রতীয়মান হচ্ছে। সে আলোকে সব মুসলমান ভোটার ঐক্যবদ্ধ থাকলে দক্ষিণ এশিয়ান ভোটারের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হবেন জোহরান মামদানি। ‘অ্যাম্পাওয়ারিং মুসলিমস : আওয়ার চয়েস ফর নিউইয়র্ক সিটি ইলেকশন’ শিরোনামের এই সমাবেশ থেকে সবাই সমস্বরে উচ্চারণ করেন জোহরান মামদানিকে বিজয়ের মুকুট পরাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে শুধু মুসলিম কমিউনিটিই নয়, অভিবাসী সমাজে জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিচিতি এই মামদানি। সিটির পাবলিক অ্যাডভোকেট পদে পুনরায় জুমানি উইলিয়ামস এবং সিটি কম্পট্রোলার জাস্টিন ব্র্যানান প্রার্থী হয়েছেন। এই সমাবেশ থেকে তাদের প্রতিও সর্মথন জানানো হয়। মামদানির বিপরীতে লড়ছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর এন্ড্রু কুমো ও সিটির বর্তমান মেয়র এরিক এডামস। তারা ২ জনই বির্তকিত। কুমো নারী কেলেংকারিতে তিনি পদত্যাগ করেছিলেন। এডামসের বিরুদ্ধে রয়েছে নানা দূর্নীতির অভিযোগ। 
 
ডাইভারসিটি প্লাজার সমাবেশে মেয়র প্রার্থী মামদানি বলেন, আমরা ঐক্যবদ্ধ নই। গত নির্বাচনে মুসলিম ভোটারের মধ্যে মাত্র ৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে মেয়রসহ সিটির গুরুত্বপূর্ণ সব আসনেই বিজয়ের ক্ষেত্রে নেয়ামক শক্তিতে পরিণত হতে পারবেন।  এবারের নির্বাচনে আমরা জয়ী হওয়ার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আরো বলেন, একসময় আমার সঙ্গে এন্ড্রু কুমোর ভোটের ব্যবধান অনেক ছিল। গত সপ্তাহে এই ব্যবধান কমেছে ১২ শতাংশ এবং বর্তমানে ভোটের ব্যবধান মাত্র ৮ শতাংশ। এই অবস্থা অব্যাহত থাকলে আমি নির্বাচনে জয়লাভ করবো। 
রাইজ আপ এনওয়াইসি, মুসলিম ভোট প্রজেক্ট, মুসলিম অ্যাকশন কোয়ালিশন, মুসলিম কমিউনিটি ফোরাম, মুনা এপিজে অ্যাকশন, বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সম্মিলিত উদ্যোগে সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি, পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়াম, সিটি কম্পট্রোলার জাস্টিন ব্র্যানানের সমর্থনে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ,  জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সহ-সভাপতি এ এফ মিসবাহউজ্জামান, বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, মুনার আবু সামিয়া সিরাজুল ইসলাম, রাইজ আপের শামসুল হক, ব্যানানের প্রতিনিধি কাজী তোজওয়ার, কমিউনিটি অ্যাকটিভিস্ট বদরুন নাহার খান মিতা, কাজী শাখাওয়াত হোসেন আজম । উল্লেখ্য আগামী ২৪ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যিনি জিতবেন তাকেই সিটির ভবিষ্যত মেয়র হিসেবে বিবেচনা করা হয়। নভেম্বরের বিজিত মেয়র প্রার্থীকে রিপাবলিক্যান প্রার্থীর বিরুদ্ধে লড়তে হবে।