বুধবার   ০২ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৬ মুহররম ১৪৪৭

ঐক্যবদ্ধ ফোবানার আসর নায়াগ্রা ফলসে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৯ এএম, ৭ জুন ২০২৫ শনিবার


 
ঐক্যবদ্ধ ফোবানার ৩৯তম আসর বসবে নায়াগ্রা ফলসে। দৃষ্টি নন্দিত বিশ্বের অন্যতম আর্কষনীয় নায়েগ্রা ফলছে চলছে বাংলাদেশিদের এই উৎসবের প্রস্তুতি। যার নেতৃত্ব দিবেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও বিশিষ্ঠ ব্যবসায়ী শাহ নেওয়াজ এবং গিয়াস আহমেদ। গত ২টি বছর নেতৃত্বের ভুল বোঝাবুঝির কারনে শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে পৃথক পৃথকভাবে ফোবানা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে কানাডাতে ২টি ও ২০২৪ সালে নিউইয়র্ক এবং ম্যারিল্যান্ডে এ ফোবানা অনুষ্ঠিত হয়েছে। সময়ের প্রয়োজনে ও শুভাকাংখিদের অনুরোধে ফোবানা নেতৃবৃন্দ গত ২ মাস একাধিকবার বৈঠকে মিলিত হন। তারা নিজেদের সীমাবদ্ধতা ও ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে ফোবানা করার ব্যাপারে একমত হন। এ বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, মোহাম্মদ হোসেন খান,আসেফ বারী টুটুল, আলী ইমাম মজুমদার, কাজী আজম, ডা.মাসুদুর রহমান, কাজি এলিন, নিশান রহিম দেওয়ান আজিম, ফাহাদ সোলায়মান ও মইনুল হক চৌধুরী সহ অনেকেই।  
আগামী ২৯-৩১ আগষ্ট নিউইয়র্কের নায়াগ্রা ফলসে শেরাটন হোটেলে ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঐতিহাসিক এক রুপ দেয়ার জন্য পুরোদমে কাজ চলছে। এ ব্যাপারে শাহ নেওয়াজ আজকালকে বলেন, ফোবানার ইতিহাসে অনন্যমাত্রায় স্থান করে নেবে ৩৯তম ফোবানা। গিয়াস আহমেদ বলেন, ঐক্যবদ্ধ ফোবানা মানেই কমিউিনিটির জন্য সুসংবাদ। আমরা প্রবাসীদের প্রত্যাশাকে লালন করেই ঐক্যবদ্ধ ফোবানা করছি।