সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বড় সংগ্রহের পথে ঢাকা ডায়নামাইটস

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানস। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা ১২ টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে প্রথমেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইটানস দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ঢাকাকে চাপে রাখতে পারেনি দলটি। লাগাম ছাড়া ছুটছে সাকিবের দল।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত, ঢাকার সংগ্রহ ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান।

প্রথমেই ব্যাট করতে নেমে সুনিল নারিন ও হযরতুল্লাহ জাজাই এর ব্যাটে দারুন সূচনা পায় ঢাকা ডায়নামাইটস। ৫ম ওভারের প্রথম বলে আলি খানের বলে ওয়াইস এর হাতে ক্যাচ দিয়ে নারিন যখন ফিরে গেল স্কোরবোর্ডে ততক্ষনে উঠে গেছে ৫৭ রান। সুনিল নারিন ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ করেন। দ্বিতীয় উইকেটের জুটিতেই জাজাই-রনি টাইটানস বোলারদের উপর তান্ডব চালাতে থাকে।

ব্যাক্তিগত ১৮ রানে মাহমুদুল্লার বলে রনি তালুকদার ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ তুলে দিয়ে আউটের সুযোগ করে দিলেও সুযোগ লুফে নিতে ব্যার্থ হয় আইরিস ব্যাটসম্যান পল স্টারলিং। পরপবর্তীতে রিয়াদের বলে থামেন রনি তালুকদার। এরপরি অঘটন ঘটান পল স্টারলিং। ১২ তম ওভারের পরপর জাজাই ও সাকিবকে ফিরিয়ে দলে স্বস্তি এনে দেন।