বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ৩ বা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৬ এএম, ২৬ মে ২০২৫ সোমবার

মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (MOS) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ জাতীয় পর্যায়ে বিজয়ী তিন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য মাইক্রোসফট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন।

ভিটিউটর আয়োজিত এ প্রতিযোগিতায় মাইক্রোসফট ওয়ার্ড ক্যাটাগরিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম, এক্সেল ক্যাটাগরিতে বিউপি’র সামিন আল ফাত্তাহ এবং পাওয়ার পয়েন্টে এআইইউবি’র তাসিন আহমেদ জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।

 

আগামী জুলাইয়ে ফ্লোরিডার অরল্যান্ডোতে সার্টিপোর্টের আয়োজনে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ঢাকার এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের ল্যাপটপ, ২০ লাখ টাকার ডামি চেক ও আন্তর্জাতিক পুরস্কার হিসেবে যথাক্রমে ৮,০০০, ৪,০০০ ও ২,০০০ ডলারের সম্মাননা প্রদান করা হয়।

ভিটিউটর ব্যবস্থাপক শাহরিয়ার সিফাতের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির। যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় জাতীয় বিজয়ীরাই বিশ্ব মঞ্চে লাল-সবুজের পতাকা মেলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

ভি টিউটরের কো-ফাউন্ডার ও চিফ লার্নিং অফিসার কাজী শামীম বলেন, এই প্রতিযোগিতা কেবল একটি সাধারণ পরীক্ষা নয়। এটি বাংলাদেশের আগামীর কাণ্ডারি তরুণদের হাত ধরে দেশকে প্রযুক্তির শীর্ষে নিয়ে যাওয়ার অব্যহত প্রচেষ্টা। 

কো-ফাউন্ডার ও চিফ অ্যাকাডেমিক অফিসার মুত্তাকী ফারুক বলেছেন, 'দেশ ও দেশের তরুণ প্রজন্মকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এমন আয়োজন আমরা প্রতি বছরই করতে চাই।'

প্রতিযোগিতায় দেশের ৬টি বিশ্ববিদ্যালয় থেকে ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ের ৯৭ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে ৮৯ জন মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট সার্টিফিকেট অর্জন করেন।