পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেলেন রুহুল আলম সিদ্দিক
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১২ এএম, ২৪ মে ২০২৫ শনিবার

বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নিয়মিত দায়িত্ব পালন করার জন্য পেশাদার সিনিয়র কূটনৈতিক মো. রুহুল আলম সিদ্দিককে নিযুক্ত করেছে। নতুন নোটিশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নিয়মিত দায়িত্ব পালনের জন্য তাঁকে নিযুক্ত করা হয়েছে। রুহুল ১৩তম বিসিএস ক্যাডারের অফিসার। সর্বশেষ তিনি পাকিস্তানে হাইকমিশনার ও পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দিল্লী ও জার্মানীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রাক্তন পররাষ্ট্র সচিব জসিম উদ্দীন দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে গেছেন। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন এবং তাকে পদ থেকে বঞ্চিত করা হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে সরকার জসিম উদ্দিনকে ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয়। কর্মজীবনের একজন কূটনীতিক, তিনি ১৯৯৪ সালে বিসিএসের কোয়াড্রো ডি আসুনটোস এক্সটেরিয়ার্সের ১৩ তম লটের মধ্যে বৈদেশিক পরিষেবাতে যোগ দিয়েছিলেন এবং দেশ ও বিদেশে ব্যাপকভাবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম পরবর্তী পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে।