হাফ সেঞ্চুরি করেই ফিরলেন বিধ্বংসী জাজাই
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও অর্ধশতক করেছেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই। একদিন বিরতির পর ঢাকা ডায়নামাইটস এবং খুলনা টাইটান্সের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়িয়েছে বিপিএল। ম্যাচে ঝড়ো অর্ধশতক পূর্ণ করে সাজঘরে ফিরেন এই আফগান ক্রিকেটার।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে সাকিব আল হাসানের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে খুলনার অধিনাক মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ঢাকা। দুই ওপেনার হাজরাতুল্লা জাজাই এবং সুনিল নারাইন ব্যাট হাতে ঝড় তুলেছেন। সুনিল নারিন আউট হলে জাজাই পূর্ণ করেন নিজের দ্বিতীয় অর্ধশতক। জাজাই ৩৬ বলে ৫৭ করে সাজঘরে ফেরার আগে ৩ টি ছক্কা ও ৫ চার হাঁকান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রান।
