শাহ নেওয়াজ সেকেন্ড ভাইস গভর্নর নির্বাচিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩২ এএম, ২৪ মে ২০২৫ শনিবার

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর ২ নির্বাচন
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর সেকেন্ডে ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন নিউইয়র্কেও জনপ্রিয় পত্রিকা আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট। গত রোববার ১৮ মে লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ৩ নির্বাচনে গভর্নর ও দ্বিতীয় ভাইস গর্ভনর পদে নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ। নায়েগ্রা ফলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বিশেষ করে, বিজয়ী শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হলে উপস্থিত বাংলাদেশি লায়ন্সরা করতালি দিয়ে অভিনন্দন জানান। আসেফ বারীর স্ত্রী মুনমুন হাসিনা বারী ও শাহ নেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ মঞ্চে গিয়ে তাদের অভিনন্দন জানান। একে একে প্রবাসী বাংলাদেশি লায়ন্স ক্লাব সদস্যরা বাংলাদেশি ২ নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জানায় । অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশময়। গত ১৬ মে নায়েগ্রা ফলসের কনভেনশন সেন্টারে ৩ দিন ব্যাপী লায়ন্সদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন। নায়াগ্রা ফলসে বসেছিল বাংলাদেশি লায়নদের মিলনমেলা। নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশি আমেরিকান লায়নদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। নায়াগ্রা ফলস্থ শেরাটন হোটেল বাংলাদেশিদের পদভারে ছিল মুখরিত। শুক্রবার ১৬ মে আনুষ্ঠানিকভাবে এ কনভেনশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নিউইয়র্কের লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ৩ এর ৪৮টি ক্লাব এতে অংশ নেয়। শেরাটন হোটেল ও কনভেনশন সেন্টারজুড়ে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক লায়ন শাহ নেওয়াজের বড় বড় নির্বাচনী পোষ্টার শোভা পায় গত ৩ দিন। মূলত শাহ নেওয়াজের প্রচার ও প্রচারণার কারনেই নির্বাচনী আবহ তৈরি হয়। অন্যান্য জোন ক্লাবের প্রার্থীদের পোষ্টার শোভা পেলেও তা হাতে গোনা কয়েকটি। হোটেলের লবিতে শাহ নেওয়াজের ৩টি বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছিল। হোটেলে ঢুকলেই মনে হতো জীবন্ত শাহ নেওয়াজ দাঁড়িয়ে আছেন। আসেফ বারীর টুটুলের ২টি প্রতিকৃতিও লবিতে শোভা পায়।