নাঈম টুটুল সংবর্ধিত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৪০ এএম, ১৭ মে ২০২৫ শনিবার

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের ট্রাষ্টি সদস্য নির্বাচিত হওয়ায় নিউইয়র্কে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসী রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার, উদীয়মান তরুণ নেতা নাঈম টুটুলকে সংবর্ধিত করেছেন। এ উপলক্ষ্যে শনিবার (১০ মে) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনের ম্যাকডোনাল্ড এভিনিউস্থ রাঁধুনী রেস্তরায় বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনাড়ম্বর অথচ ব্যতিক্রমী এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে প্রবাসী বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছায় নাঈম টুটুলকে সংবর্ধিত করেন ।
উল্লেখ্য, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র নেতৃবৃন্দ বিগত সকল বছরের রেকর্ড ভেঙে এবারই প্রথম নতুন এবং পুরাতনের সমন্বয়ে গঠন করেছে ট্রাস্টি বোর্ড। অতি সম্প্রতি অনুষ্ঠিত সোসাইটির সভায় ১২ সদস্য বিশিষ্ট সোসাইটির ট্রাষ্টি বোর্ডে নাঈম টুটুল সর্ব কনিষ্ঠ ট্রাষ্টি সদস্য নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে সোসাইটির সভাপতিও ট্রাষ্টি বোর্ডের সদস্য।
বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সংবর্ধনা সভার আহবায়ক সালামত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী আলহাজ সোলায়মান ভূইয়া, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য ডা. এনামুল হক ও আব্দুর রহিম হাওলাদার, বিশিষ্ট রাজনীতিক জসীম ভূইয়া ও লুৎফুল করীম, সোসাইটির কার্যকরী পরিষদ সদস্যহারুন চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সালেহ আহমেদ মানিক, আতাউল হক মিলন, আব্দুল মন্নান, নজরুল ইসলাম, জিলানী, কামরুজ্জামান, গোলাম হোসেন, এটিএম রাসেল ভূঁইয়া, মোহাম্মদ কামরুজ্জামান, মহিউদ্দিন, শরীফ হোসাইন, ইঞ্জিনিয়ার আবুল খালেক, সেলিম হোসেন প্রমুখ।
এছাড়াও সভায় নোয়াখালী সমিতির আজীবন সদস্যদের মধ্য বক্তব্য রাখেন সংবর্ধনা সভা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন কচি ও প্রফেসর সৈয়দ আজাদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক, সমন্বয়কারী সালেহ আহমেদ রুমেল, সদস্য সচিব মোহাম্মদ মহিন উদ্দীন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন ও মোহাম্মদ মাহমুদুল হাসান। সভা পরিচালনা করেন সোসাইটির কার্যকরী পরিষদ সদস্য জাহাঙ্গীর শহীদ সরোয়ার্দী।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নাঈম টুটুলের কর্মকান্ডের প্রশংসার পাশাপাশি সোসাইটির কর্মকর্তাদের উদ্যোগ সফল করতে নবনির্বাচিত ট্রাস্ট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নাঈম টুটুল বলেন, দুই যুগের বেশি সময় ধরে রিয়েল এস্টেট ও মর্টগেজ ব্যাংকার হিসেবে আমার ব্যবসায়িক জীবন হলেও বাংলাদেশ সোসাইটি ট্রাস্টের বোর্ডের সদস্য হওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রবীণদের অভিজ্ঞতা, নবীনদের তারুণ্যের উদ্দীপনার মাধ্যমে নতুন একটি মাইলফলক সৃষ্টি করে সোসাইটি তথা বাংলাদেশী কমিউনিটিকে আমি এগিয়ে যাবো।
তিনি বলেন, প্রবাসের দীর্ঘ ২৭ বছর জীবনের মধ্য আমার বেড়ে উঠা এই ব্রুকলীনে। এখনও ঘুম থেকে উঠলে এই জনপদের মানুষের মুখগুলো আমার চোখের সামনে ভেসে উঠে। আমি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচন্ড ভালোবাসায় এই তরুণ বয়সে ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছি। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, আমার সবচেয়ে বড় পরিচয়, আমি নোয়াখাইল্লা, আমি ব্রুকলীনের মানুষ এবং আমি বাংলাদেশী। মানুষের ভালোবাসা আমার মূল শক্তি।
তিনি বলেন, আজ সংবর্ধনার মাধ্যমে কমিউনিটির প্রচন্ড ভালোবাসায় সিক্ত হলেও আমি মনে করি আমার দায়িত্ব পালন শুরু হয়েছে এবং আমি আমার সর্বশক্তি উৎসর্গ করে ট্রাস্টি বোর্ডের দায়িত্ব পালনের মাধ্যমে সবার হৃদয়ে স্নেহের স্থানটি অক্ষুন্ন রাখবো। এই ভালোবাসা কখনো মলিন হতে দেবো না।
নাঈম টুটুল আবেগ আপ্লুত কন্ঠে বলেন, বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠার সময় আমার জন্ম হয়নি। কিন্তু কমিউনিটির ভালোবাসায় সোসাইটির ট্রাস্টি বোর্ডের প্রবীণ, অভিজ্ঞ ও সিনিয়র সদস্যদের মাঝে আমি সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছি। সোসাইটিতে আমার অভিজ্ঞতার কমতি থাকলেও আমার মধ্যে রয়েছে তারণ্য, রয়েছে দৃঢ়তা। সবচেয়ে বড় শক্তি হলো সবার স্নেহ এবং ভালোবাসা। এসব নিয়ে আমি শুধু এগিয়ে যাবো।
সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে মধ্যরাত বারোটা পর্যন্ত চলা সংবর্ধনা সভায় নাঈম টুটুলকে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। বৃহত্তর নোয়াখালীবাসীরবিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।