মন্ত্রী-এমপিদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৪ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
নবগঠিত সরকারের মন্ত্রী-এমপিদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১ টায় গণভবন থেকে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বপ্রাপ্ত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শনবহিতে অনুভূতি লিপিবদ্ধ করেন।
