‘আগামীকাল থেকে নতুন দিগন্তের সূচনা হবে’
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫১ এএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আগামীকাল থেকে নতুন দিগন্তের সূচনা হবে (নিউ হরাইজন উইল বিগিন ফ্রম টুমরো) বলে মন্তব্য করেছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।
সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জাহিদ মালেক।
নতুন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। সকলের জন্য সমান স্বাস্থ্য সেবা, সকলেই যেন স্বাস্থ্য সেবা পায়, সেটা নিশ্চিত করব। ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম আমরা চালু করব। কমিউনিটি ক্লিনিকগুলো যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করব।’
শুরুতেই আপনার অগ্রাধিকার কী হবে- জনতে চাইলে তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্য সেবার টোটাল সিস্টেমটাকে আগে সুন্দরভাবে দাঁড় করাতে চাই। টোটাল হেলথ সার্ভিস সিস্টেম উইল স্টার্ট ইন আ নিউ শেইপ অ্যান্ড ডাইমেনশন। ইনশাআল্লাহ নিউ হরাইজন উইল বিগিন ফ্রম টুমরো।’
সোমবার বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী ছাড়াও নতুন মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন।
