জ্যামাইকা থিয়েটারের সভাপতি বাবুল ও সেক্রেটারি নাজিয়া জাহান
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৬ এএম, ১০ মে ২০২৫ শনিবার

জ্যামাইকা থিয়েটারের সভাপতি ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আখতার বাবুল ও নাজিয়া জাহান। জামাইকার ‘স্টার কাবাব রেস্টুরেন্ট ও পার্টি হলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংস্কৃতিক সংগঠন জ্যামাইকা থিয়েটার ইনক-এর এক সাধারণ সভায় তারা নির্বাচিত হন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফখরুল আলম। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন আজহারুল হক মিলন, আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ রাব্বি ও ইকবাল হোসেন। সাধারন সম্পাদক পদে নাজিয়া জাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হায়দার আলী। সভাটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ দাস।
প্রধান কমিশনার হাউজের সদস্যদের কাছ থেকে সভাপতি পদে প্রার্থিতার জন্য নাম আহ্বান করলে তিনজন প্রার্থীর নাম উঠে আসে। অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, বাবু গোবিন্দ দাস ও আখতার বাবুল। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন নাজিয়া জাহান। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি শেখ হায়দার আলী ।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি -আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ- ফারুক হোসেন , সহ-সভাপতি -তাসকিনুল হক ও নাট্য পরিচালক - কামরুল ইসলাম জয়।