৭ বছরেও কমিটি নেই
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের স্থবিরতা
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৭ এএম, ১০ মে ২০২৫ শনিবার

৭ বছরেও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কোন নতুন কমিটি নেই। ২০১৮ সালে গঠিত কমিটির কর্মকর্তরাই দায়িত্ব পালন করে যাচ্ছেন। সর্বশেষ কমিটিতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন রাফায়েল তালুকদার ও আশরাফুজ্জামান আশরাফ। এতে উত্তর বঙ্গের ১৬টি জেলা নিয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সদস্য নবায়ন সহ সাংগঠনিক কার্যক্রমে পিছিয়ে পড়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি রাফায়েল তালুকদারের দৃষ্টি আর্কষন করলে তিনি আজকাল প্রতিবেদককে কলেন, নতুন কমিটি গঠনের তাগিদ অনুভব করছি দীর্ঘদিন ধরেই। করোনার কারনে আমরা ৩ বছর পিছিয়ে গিয়েছি। একাধিকবার বৈঠক করার পর বর্তমান কমিটিকেই দায়িত্ব পালনের অনুরোধ আসে। কিন্তু সভাপতি হিসেবে আমি নিজেও থাকতে চাই না। নতুনদের স্থান করে দেয়া উচিৎ। এতে সংগঠনের গতিশীলতা আসবে। তা’ছাড়া আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। হাসাপাতাল ও ডাক্তারের কাছে ধৌড়াদৌড়ি করতে হয়। আগামী ১ মাসের মধ্যে সংগঠনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে নতুন কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ।
সাধারন সম্পাদক আশরাফুজ্জামানও নতুন কমিটি গঠনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি আর একদিনও ক্ষমতায় থাকতে চাই না। অনেকতো হলো। নতুনরা আসুক। সংগঠনে গতিশীলতা আসবে। সহসাই আমরা বৈঠক করার চিন্তা করছি। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম। তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম সংগঠক। সম্প্রতি তিনি হোম কেয়ার ব্যবসা, পত্রিকার দায়িত্ব ও টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েছেন। সাবেক সভাপতি আতোয়ারুল আলম বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনিও সে দিকে ব্যস্ত। এমতাবস্থায় সংগঠনটির হাল ধরার জন্য নতুন লোক খুঁজছেন নেতারা।
উল্লেখ্য বেঙ্গল ফাউন্ডেশনের নামে আরেকটি অংশ রয়েছে। সেটিও খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে। এ অংশের নেতৃত্বে রয়েছেন ডা. সারোয়ারুল হাসান ও মোজাফ্ফর হোসেন।